বগুড়া প্রতিনিধি:জামায়াতসহ বিরোধী জোটের ডাকা ৮ম দফায় অবরোধের শুরুতেই আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে বগুড়া ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করেছে জামায়াত। ফজর নামাজের পর থেকেই কয়েক শত জামায়াত-শিবির কর্মী ২য় বাইপাসের ঘুনিয়াতলায় অবরোধের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করে মহাসড়কে বসে পড়ে নেতা কর্মিরা।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শত শত জামায়াত-শিবির নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘নব্য বাকশালীদের সময় আর বেশি নাই। যেকোন মুহুর্তে তাসের ঘরের মত শেখ হাসিনার ক্ষমতার মসনদ ধ্বসে পড়বে। এই সরকার বছরের পর দেশের মানুষের ওপর যে জুলুম করেছে তার ফল অবশ্যই ভোগ করতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীগুলো আওয়ামীলীগের পেটোয়া বাহিনীতে পরিনত হয়েছে। তারা সরকারের ইশারায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে। বিনা অপরাধে নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করছে। অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধ করে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নি:শর্ত মুক্তি দিতে হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.