অবরোধের সমর্থনে ফকিরাপুলে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

ঢাকা প্রতিনিধি: বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে আজ রোববার (৫ নভম্বের) সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মহানগর দক্ষিণের সভাপতি এ.এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মশাল মিছিলটি ফকিরাপুল কালভার্ট রোডের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল পানির ট্যাংকি হয়ে পল্টন মোড়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক দেলোয়ার রিন্টু, মহীউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক দপ্তর সম্পাদক পলাশসহ থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.