অন্ধ্রপ্রদেশের বন্দরে আগুন, পুড়ে ছাই ২৫টি নৌকা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের ২৫টি মাছ ধরার নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯) গভীর রাতে রাজ্যটির ভিশাখাপত্তনমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আগুন নেভাতে ছুটে যায়। তবে শেষ রক্ষা হয়নি। নৌকাগুলোতে আগুন সংযোগ করা হয়েছে বলে সন্দেহ করছে মালিকরা। সোমবার এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিশাখাপত্তনমে স্থানীয় সময় রবিবার (১৯) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দেখে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে বন্দরে ততক্ষণে কার্যত পুড়ে ছাই হয়ে গেছে নৌকাগুলো।
ধারণা করা হচ্ছে, নৌকাগুলোতে গ্যাসের সিলিন্ডার এবং ডিজেল থাকার কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা ভয়াবহ আকার ধারণ করে।
এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গভীর রাত হওয়ায় নৌকাগুলোতে কেউ ছিল না।
নৌকার মালিকদের দাবি, নৌকাগুলোতে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। মূলত সম্পত্তি নষ্ট করার জন্যই তারা এ কাজ করেছে বলে অভিযোগ করছেন মালিকরা।
এ বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.