লা লিগার ম্যাচে শনিবার বেতিসের সঙ্গে ২-২ ড্র করেছে বার্সেলোনা। ২ পয়েন্ট হারানোর হতাশার সঙ্গে যুক্ত হয়েছে কোচ হান্সি ফ্লিকের লাল কার্ড।
রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। সফল স্পট কিকে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান তরেস। যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে হার এড়ায় বেতিস।
বল দখলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে গোলের জন্য শট নেওয়ায় এগিয়ে ছিল বেতিস। ১২ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে মানুয়েল পেল্লিগ্রিনির দল। অন্যদিকে, প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ৯ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে বার্সেলোনা।
আসরে এটি বার্সেলোনার দ্বিতীয় ড্র। লিগে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জেতা দলটি এখনও শীর্ষেই আছে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। দুই ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বেতিস।
প্রথম তিন মিনিটেই দুই গোলে এগিয়ে যেতে পারত বেতিস! দ্বিতীয় মিনিটে কর্নারে চিমি আভিলার হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রাফিনিয়া।
পরের মিনিটে ইনাকি পেনিয়াকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি আব্দে। ডান পাশে খুব ভালো জায়গায় অরক্ষিত দুই সতীর্থকে বল না দিয়ে নিজেই শট নেন তিনি। ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক।
১৫তম মিনিটে রাফিনিয়ার ক্রসে ছয় গজ দূর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ইয়ামাল। ১০ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর গতিময় শট বেরিয়ে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর দুটি সুযোগ হাতছাড়া করে বেতিস! ৫১তম মিনিটে লো সেলসোর ফ্রি কিকে লেভানদোভস্কির হেডে দূরের পোস্টে বল পেয়ে যান সের্হি আলতিমিরা। খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। বল বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
কয়েক সেকেন্ড পর সুযোগ পান আব্দে, তিনিও খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি।
৫৪তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে আভিলার বুলেট গতির শট দুর্দান্ত রিফ্লেক্সে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পেনিয়া। দুই মিনিট পর খুব কাছ থেকে আব্দের হেড থাকেনি লক্ষ্যে।
৬৮তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান লো সেলসো। ঠিক দিকে ঝাঁপ দিলেও আর্জেন্টাইন মিডফিল্ডারের জোরাল শট ফেরাতে পারেননি পেনিয়া।
ধারে বার্সেলোনা থেকে বেতিসে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো হকেকে ফ্রেংকি ডি ইয়ং ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। ভিএআর মনিটরে লম্বা সময় ধরে রিপ্লে দেখে এই সিদ্ধান্ত নেওয়ার পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে লাল কার্ড দেখান রেফারি, ডি ইয়ংকে হলুদ কার্ড।
Comments are closed, but trackbacks and pingbacks are open.