অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে রেড অ্যালার্ট জারি

 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের চলমান পরিস্থিতির মধ্যে অনুপ্রবেশ ও দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে কড়া নজরদারিসহ রেড এলার্ড জারি করা হয়েছে বলে জানায় বাহিনীটি।
বুধবার (৭ আগস্ট) এ রেড অ্যালার্ট জারি করা হয়।
এদিকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী, এমপি বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়া নিছক গুজব উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে বিজিবি রেড় এলার্ট জারি করেছে। তবে সীমান্তের একটি সূত্র বলছে বিজিবি’র সদস্যরা সীমান্তের বিওপি গুলো অবস্থান করছে। গতকাল৷ বুধবার বিকেল থেকে টহল জোরদার করেছে বিজিবি।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পরও হাসিনা বিরোধী বিক্ষোভের তান্ডবের আঁচ সীমান্তে বিজিবির ওপর পরেছে। ঢাকা সহ সারাদেশে যেমন পুলিশের হামলা হয়েছে। বিজিবির ওপর হামলার ঘটনা বাংলাদেশের জওয়ানদের রক্ষায় ভারতীয় বিএসএফ সহায়তায় এগিয়ে এসে রক্ষা করে। এ ঘটনা ব্যাপকভাবে প্রচার করছে ভারতীয় মিডিয়া।
এদিকে গত সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী, সদ্য বিলুপ্ত বর্তমান সরকারের এমপি নুরুজ্জামান আহম্মেদ, সদ্য বিলুপ্ত সংসদের এমপি মোতাহার হোসেন বুধবার দুপুরে বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রাসেল জানান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী ও এমপি আটকের ঘটনা সত্য নয়। এটা নিছক গুজব রটানো হচ্ছে।
এদিকে সারাদেশের ন্যায় চলমান ঘটনার আঁচ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এসে লেগেছে। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সর্তক অবস্থায় আছে। সীমান্তের এপার-ওপারে আটকে আছে বহু ভারতীয় ট্রাক। দেশে ফিরতে পারছেন না বহু ট্রাকচালক। ক্ষতি হচ্ছে দুই দেশের ব্যবসায়ীদের। পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয় ট্রাক চালক এবং ব্যবসায়ীদের জন্যে উদ্বেগ বাড়ছে। তবে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে বিএসএফ।
লালমনিরহাট সীমান্ত গ্রামের সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের অতিরিক্ত তৎপরতা দেখা গেছে। কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু দুর পর পর বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে।
লালমনিরহাট তিস্তা টু ৬১ বিজিবি’র অধীনে থাকা বুড়িমারী বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, ভারত তাদের নিরাপত্তার স্বার্থে আগেই রেড অ্যালার্ট করেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও সীমান্তে টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছি। বুড়িমারী সীমান্তে কোন আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে যাওয়া সময় আটক করা হয়নি। সীমান্ত সর্তক অবস্থায় বিজিবি রয়েছে। এই সীমান্তে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.