অনশনরত অসুস্থ বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আক্কাস আলীর সুষ্ঠু বিচারের দাবিতে তৃতীয় দিনে অনশনরত অবস্থায় একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
আজ বুধবার দুপুরে অনশনরত অবস্থায় মেজবাউল হাসান নামে (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অসুস্থ ওই শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে গত ৮ এপ্রিল থেকে আক্কাস আলীর বিচারের দাবিতে অনশন ধর্মঘট পালন করছিলেন। আজ বুধবার দুপুরে হঠাৎ ঐ শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়।
পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিটিসি নিউজকে জানান, অনিয়মিত খাদ্য ও পানি গ্রহণে পানিশূন্যতা এবং শরীরের গ্লুকোজ লেভেল কমে যাওয়ায় ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, যৌন নির্যাতক শিক্ষক আক্কাস আলীর স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে আজ বুধবার চোখে কালো কাপড় বেধে অনশন ও অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। পাশাপাশি অব্যহত রয়েছে তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি প্রতিনিধি শাফিউল কায়েস।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.