লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জের কাশীরাম আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শামসুজ্জামান রতনকে স্বপদে পুর্নবহালের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে প্রায় দুই ঘন্টা লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করেন।
সড়ক অবরোধ ও মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতনেরকে জোর করে অন্যায় ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ছুটিতে পাঠিয়ে তার জায়গায় একজন কে অতিরিক্ত দায়িত্বে বসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ নিয়ে উত্তাল হয়ে ওঠে মাদ্রাসার শিক্ষার্থীরা। মহাসড়কের যানজট শুরু হলে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রাথমিক শিক্ষা অফিসার সহ শিক্ষার্থীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
এরপর ঘটনাস্থলে আসে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহির ঈমাম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা ক্যাম্পাসে এসে দেখা করে বলেন, এলাকাবাসী ও কিছু শিক্ষকের দায়ের করা অভিযোগের পেক্ষিতে তদন্তের সাথে অধ্যক্ষকে ছুটিতে পাঠানো হয়েছিল। ছুটি শেষ হলে তিনি আবার তার পদে পূর্নবহাল থাকবেন। তদন্ত রিপোর্ট ঢাকায় প্রেরণ করা হয়েছে সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.