অতিরিক্ত ডিআইজির চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক নিসারুল আরিফ।
গতকাল বুধবার রাতে শহরের হুজরাপুর ঝংকার সংঘ, শিবতলা দুর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং এসময় আগত ভক্তদের সাথে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা এবং ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের সাধারণ নারী-পুরুষ।
গতকাল বুধবার রাতে শহরের হুজরাপুর ঝংকার সংঘের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় মো. আলমগীর হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানানো হয় শহরের হুজরাপুর ঝংকার সংঘের পক্ষ থেকে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.